কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের প্রতি অগ্রাধিকার দেয়ার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “ব্র্যাক মাইগ্রেশন প্রগ্রাম নরসিংদী” আয়োজন করে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪।
এতে নানারকম আয়োজনে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে উঠে। এই উপলক্ষে তিন দিন যাবৎ নরসিংদী সদরে ব্র্যাকের কর্মীদের মনোসামাজিক কাউন্সেলিং এর আওতায় আনা হয়।
আজকের অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের সচেতনতামূলক র্যালি, কুইজ, প্রবন্ধ উপস্থাপন, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্যচিত্র, উন্মুক্ত আলোচনা, মানসিক স্বাস্থ মূল্যায়ন স্টল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, প্রবাস বন্ধু ফোরাম সদস্য, ভলান্টিয়ার ও বিদেশ ফেরত অভিবাসীদের ফুল দিয়ে গ্রহন করা হয়।
ব্র্যাক মাইগ্রেশন নরসিংদীর সমন্বয়ক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশনের মনোসামাজিক কাউন্সেলর আবির নোমান।
অনুষ্ঠানের প্রধান অতিথীর বক্তব্যে নরসিংদীর সিভিল সার্জন জনাব সৈয়দ মোঃ আমিরুল হক বলেন, স্বাস্থ্য বলতে শারিরীক, মানসিক, সামজিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যকে বুঝায়, তাই স্বাস্থের সকল দিকের প্রতি যত্নশীল হওয়ার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড নরসিংদীর সহকারি পরিচালক মোঃ আমিনুল হক, ব্র্যাক জেলা সমন্বয়ক মিজানুর রহমান , আঞ্চলিক ব্যাবস্থাপক সহ ব্র্যাকের নরসিংদী সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সোহরাব মোল্লা সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সকলেই তাদের মতামত তুলে ধরেন। এতে সমর্থনমূলক কর্ম পরিবেশ, ইতিবাচক মনভাব, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের স্মরণাপন্য হওয়ার গুরুত্বের বিষয়টি প্রতীয়মান হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বুধবার ০৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।