গ্রামীন অর্থনীতি কে উন্নয়নের লক্ষ্যে ও কৃষকদের স্বাবলম্বিতার পাশা পাশি কাঁচা মরিচের চাষ বৃদ্ধির জন্যে কৃষি বিভাগ সারা দেশের ন্যায় জামালপুরে ব্যপক প্রকল্প হাতে নিয়েছেন। প্রকল্পের মধ্যে রয়েছে কাঁচা মরিচের চাষ বৃদ্ধি করা। ইতোমধ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। আশা করা যাচ্ছে কাঁচা মরিচের চাষ বৃদ্ধি পেয়ে গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করে ফেলবে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলার এমন কোন এলাকা নেই কাঁচা মরিচের চাষ না হয়। এবার কৃষি বিভাগ উদ্যোগ নিচ্ছে উচ্চফলনশীল কাঁচা মরিচ চাষ করা। এ ব্যপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, কাঁচা মরিচের আমদানি কমানোর লক্ষ্যে উচ্চ ফলনশীল কাঁচা মরিচের চাষের উদ্যোগ নেয়া হচ্ছে। লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর,শ্রীপুর, বাশচড়া সহ আরো বেশ কয়েকটি এলাকায় উচ্চ ফলনশীল কাঁচা মরিচ চাষ করাহবে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় লক্ষীরচরের মরিচ চাষী সাত্তার(৩৮) কাজিয়ার চরের জামাল(৪০) এর সাথে তারা জানান, উচ্চ ফলনশীল কাঁচা মরিচ
চাষের জন্য কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। তাদের ডাকে সাড়া দিয়ে অনেকেই উচ্চ ফলনশীল কাঁচা মরিচ চাষ করার উদ্যোগ নিয়েছে। আশা করা যাচ্ছে সর্বত্র কাঁচা মরিচ ছেয়ে যাবে।
কৃষি বিভাগ এ প্রকল্প মেলান্দহ,মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে ছড়িয়ে দিচ্ছে। সর্বত্র উচ্চ ফলনশীল কাঁচা মরিচ চাষের উদ্যোগ নেয়া হচ্ছে। সরেজমিনে মহাদান, ভাটারা, কামরাবাদ,ডাংধরা, পাররামপুর, হাতিবান্দা, বগারচর সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হয় এদের মধ্যে ডাংধরা গ্রামের ফজর আলী(৫০) ভাটারা গ্রামের শহিদ(৪০) জানান, কৃষি বিভাগের সহায়তায় উচ্চ ফলনশীল কাঁচা মরিচ চাষ করা হবে। কাঁচা মরিচ চাষে কৃষি শিল্পে বিপ্লব ঘটবে।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,সোমবার ০২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।