আগামীকাল পবিত্র ঈদুল আযহা। ঈদ মানে খুশি, ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি ঈদ মানে আনন্দ; ঈদ মানে খুশি। ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি। আগামীকাল ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আযহা। ঈদ মোবারক!!! “hbnews24.com” পরিবারের পক্ষ থেকে সবাইকে জানই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা এই দিবসটি পালন করে। এ এক অনাবিল আনন্দ, যে আনন্দের কোনো তুলনা নেই। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের আনন্দ। এ আনন্দ গুনাহ মাফের এবং বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ত্ব হওয়ার আনন্দ। এ আনন্দ পশু কোরবানীর সাথে সাথে মনের পশুকে পরাস্থ করার আনন্দ। খুশির ঈদ- এর বরাত সবার জীবনেই বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি আর খুশির জোয়ার। মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সারা বছর সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন যাপনের তৌফিক দান করুন …….. আমিন। আসুন আপনার প্রতিবেশি অথবা হতদরিদ্রদের সঙ্গে ঈদের একটু খুশি ভাগাভাগি করে নিয়ে ঈদকে আরো মহিমান্বিত করে তুলি। ঘুচে যাক দু:খ, আছে যত মনে; বয়ে যাক আনন্দ ঈদের আগমনে!
(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)
ঢাকা,রোববার,১৬ জুন ,এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।