রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে (কূটনৈতিক এলাকা) একজন পুলিশ কনস্টেবল তার সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল কাউসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ রিমান্ডের এ আদেশ দেন। এদিন কাউসারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খঃ মহিদ উদ্দিন জানান, ওই দুই পুলিশ কনস্টেবলের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে, পূর্ণাঙ্গ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় কাউসার আলীকে আসামি করা হয়েছে।
ঢাকা,রোববার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।