গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একযাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর,বৃহস্পতিবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।