শ্রমিকের পুঞ্জীভূত শ্রমের প্রতিফলনই উন্নয়ন- ধর্মমন্ত্রী

Spread the love

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শ্রমিকের পুঞ্জীভূত শ্রমের প্রতিফলনই উন্নয়ন। শ্রমিকের মাধ্যমেই উৎকর্ষ ঘটেছে সভ্যতার, সমৃদ্ধ হয়েছে পৃথিবী, আমাদের জীবনযাত্রায় এসেছে স্বাচ্ছন্দ্য।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানব সভ্যতার বিবর্তনে আজ আমরা উন্নয়নের যে সোপানে এসে পৌঁছেছি তার নেপথ্যে বিশ্বের শ্রমজীবী ও মেহনতী মানুষের শ্রম ও ঘাম একাকার হয়ে মিশে আছে। পৃথিবীর সার্বিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। শ্রমজীবী মানুষের ক্লান্তিহীন পরিশ্রম ব্যতীত কোনভাবেই উন্নয়ন বা উৎপাদন সম্ভব নয়। ক্ষেত-খামার থেকে কল-কারখানা তথা উন্নয়ন ও উৎপাদনের সর্বত্রই মেহনতী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধর্মমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। শৈশব-কৈশরেই তিনি দরিদ্র-অসহায়, কৃষক-শ্রমিক মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনে সমর্থন করায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে হয়েছিল।

শ্রমিকদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের সার্বিক কল্যাণে একটি কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়েছে এবং এ তহবিল হতে সহযোগিতা অব্যাহত রয়েছে। সকল সেক্টরের শ্রমিকদের বেতন- ভাতা বাড়ানো হয়েছে। এছাড়া, শ্রমিকদের সামাজিক মর্যাদা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় শ্রমনীতি-২০১২, জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা-২০১৩, বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ প্রণয়ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বক্তব্য প্রদান করেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি আলহাজ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
জামালপুর,বুধবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

 

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ



» ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

» বিতর্ক সৃষ্টি হয় এরূপ কোন কর্মে হাত দেওয়া হবে না-ধর্ম উপদেষ্টা

» চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও আগুনে ৬ জন দগ্ধ

» চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যে গাজা ভূখণ্ডে বিমান হামলা অন্তত ২৭ জন নিহত

» গণভবন পরিদর্শন করেছেন তিনজন উপদেষ্টা

» জামালপুরে আদা চাষে গ্রামীন মহিলারা স্বাবলম্বি

» ধীরে ধীরে কমছে বন্যার পানি তবে এখনও দুর্ভোগ কমেনি দুর্গতদের

» সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

» সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরিফ তমালকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব

» ভারতের সিকিমে সড়ক দুর্ঘটনায় চার সেনা সদস্য নিহত

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)

বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকের পুঞ্জীভূত শ্রমের প্রতিফলনই উন্নয়ন- ধর্মমন্ত্রী

Spread the love

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শ্রমিকের পুঞ্জীভূত শ্রমের প্রতিফলনই উন্নয়ন। শ্রমিকের মাধ্যমেই উৎকর্ষ ঘটেছে সভ্যতার, সমৃদ্ধ হয়েছে পৃথিবী, আমাদের জীবনযাত্রায় এসেছে স্বাচ্ছন্দ্য।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানব সভ্যতার বিবর্তনে আজ আমরা উন্নয়নের যে সোপানে এসে পৌঁছেছি তার নেপথ্যে বিশ্বের শ্রমজীবী ও মেহনতী মানুষের শ্রম ও ঘাম একাকার হয়ে মিশে আছে। পৃথিবীর সার্বিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। শ্রমজীবী মানুষের ক্লান্তিহীন পরিশ্রম ব্যতীত কোনভাবেই উন্নয়ন বা উৎপাদন সম্ভব নয়। ক্ষেত-খামার থেকে কল-কারখানা তথা উন্নয়ন ও উৎপাদনের সর্বত্রই মেহনতী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধর্মমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। শৈশব-কৈশরেই তিনি দরিদ্র-অসহায়, কৃষক-শ্রমিক মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনে সমর্থন করায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে হয়েছিল।

শ্রমিকদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের সার্বিক কল্যাণে একটি কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়েছে এবং এ তহবিল হতে সহযোগিতা অব্যাহত রয়েছে। সকল সেক্টরের শ্রমিকদের বেতন- ভাতা বাড়ানো হয়েছে। এছাড়া, শ্রমিকদের সামাজিক মর্যাদা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় শ্রমনীতি-২০১২, জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা-২০১৩, বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ প্রণয়ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বক্তব্য প্রদান করেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি আলহাজ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
জামালপুর,বুধবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)

বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com