“শব্দদূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতাধীন “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৪” উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর সামন থেকে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৪ এপ্রিল সকালে।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসীম উদ্দীন মাসুদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল হক। স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক ( চলতি দায়িত্ব) মোঃ রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা: বর্ণালী পাল, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি ইকবাল আহমদ, ডিএসবি, ডিআই ওয়ান- আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। র্যালী পরবর্তী আলোচনাসভায় সাংবাদিক ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মশাহিদ আহমদ, মৌলভীবাজার,প্রতিনিধি
মৌলভীবাজার,বুধবার ২৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।