কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) সংযোগ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবায় বিঘ্ন হচ্ছে।
শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১২টার পর থেকে এ সমস্যা শুরু হয় বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।তবে কক্সবাজারের সি-মি-উই-৫ দিয়ে বিকল্প ব্যবস্থায় সেবা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
সিঙ্গাপুরে ফাইবার কেবল ব্রেক করায় এ সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। শনিবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যে জানা যাবে এ সমস্যার সমাধান কখন হবে।
ঢাকা,শনিবার ২০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।