অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য আরো সুদৃঢ় করবে এবং বয়ে আনবে অফুরন্ত আনন্দের বারতা। বাংলা নববর্ষ বয়ে নিয়ে আসুক সবার জীবনে নতুনের বার্তা। মুছে যাক সব গ্লানি, ঘুচে যাক ব্যর্থতা, উড়ে যাক দুঃখগুলো, পুড়ে যাক হিংসা-বিদ্বেষ, ধ্বংস হোক অমানবিকতা, রুখে দাঁড়াক মানবিকতা। ১৪৩০ বঙ্গাব্দ ঘটে যাওয়া নানা ঘটন, অঘটন, হিংসা-বিদ্বেষ, হানাহানি, দুঃখ যাতণা, বিরহ-বেদনা নিষ্পেষিত হোক নতুন বছরের আগমনে। নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি, সম্বৃদ্ধি, স্নেহ ও ভালোবাসা। আসুন পুরোনো সব গ্লানি ভুলে এগিয়ে যাই সম্ভাবনাময় এক নতুন পৃথিবীর সন্ধানে। যেখানে থাকবে না কোনো হিংসা-বিদ্বেষ, কলহ আর শকুনের লোলপ দৃষ্টি। আমাদের আগামী প্রজন্মের জন্য মত্ত হই নতুন এক পৃথিবী বিনির্মানে, নিশ্চিত করি শান্তিময় ও নিরাপদ একটি আবাসস্থল। নানান ঘটন-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উৎরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী প্রতি বছরই বিদায় নেয় আমাদের জীবন থেকে একটি বছর । ৩০ এর স্থানে জায়গা হয় ৩১ এর। এভাবেই চলতে থাকে বাস্তবতা।
পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাংলা নববর্ষ-১৪৩১ সবার জন্য শুভ ও কল্যাণকর হোক।
(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাসির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)
ঢাকা,রোববার,১৪ এপ্রিল , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।