ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। তবে এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে পুলিশ খতিয়ে দেখছে।
ব্রাহ্মণবাড়িয়া,রোববার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।