গাজীপুরের কাপাসিয়া উপজেলার নামিলা ও বড়িবাড়ি এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় চান মিয়ার বাড়িতে চোরের দল গরু চুরি করতে ঢোকে। বিষয়টি টের পেয়ে চান মিয়া চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে একজনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় চোরের দলের অন্যরা পালিয়ে যান। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে পাশের বড়িবাড়ি এলাকায় ধান ক্ষেত থেকে আরেকজনকে আটক করেন। এসময় গণপিটুনি দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ উদ্দিন জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসী দুজনকে ধরে গণপিটুনি দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুর,শুক্রবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।