গত শনিবার শিবপুর উপজেলার চৈতন্যা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চৈতান্যা বহুমমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করেন শিবপুরের কামরাব ভলিবল ক্লাব বনাব মাধবদী ভলিবল ক্লাব। ৩ পয়েন্ট এ মাধবদী ক্লাব জয়লাভ করেছে।
উক্ত ভলিবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের উপসচিব জনাব ইসরাত জাহান পান্না,খেলার শুভ উদ্ধোধন করেন যোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ আহাম্মেদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৈতন্যা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য খোকন ভূইয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহ্ মোঃ সজীব, ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বশির আহাম্মেদ, যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন, সামসুল আলম মোল্লা সহ সভপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্হিত ছিলেন,অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ শিমুল ভুইয়া সদস্য চৈতন্যা স্পোর্টিং ক্লাব।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রাসেল আহাম্মেদ ভূইয়া পরিচালক ইউ,সি,বি এজেন্ট ব্যাংক চৈতান্যা শাখা,জনাব আহাম্মদ আলী খোকন ৩ নং ওয়ার্ড সদস্য যোশর ইউনিয়ন পরিষদ।উল্লেখ্য যে জয়লাভ কারী মাধবদী ভলিবল ক্লাব ২০০০ সাল থেকে আজ পর্যন্ত মাধবদী সতী প্রষন্ন হাই স্কুল মাঠে এই অঞ্চল থেকে প্রায় হারিয়ে যাওয়া একটি খেলার চর্চা করে আসছে। মাধবদী ভলিবল ক্লাবের সদস্যরা দেশের স্হানে উন্মুক্ত টুর্নামেন্টে অংশ গ্রহন করে। এই ক্লাবের সদস্যরা মাধবদীর ক্রীড়াঙ্গনের জন্য সুনাম বয়ে আনছে।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বৃহস্পতিবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।