র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার,অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত নারায়ণগঞ্জ আদালতের বিচারক মোঃ আমিনুল হক উক্ত আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে আসামীর গ্রেফতারে র্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র্যাব-১১ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে র্যাব উক্ত আসামীকে গ্রেতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-১১ অভিযানে গত ০৭ মার্চ ২০২৪ ইং তারিখ মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী এবাদুল্লাহ (৪৩), পিতা- মৃত ফজলু মিয়া, মাতাঃ মৃত মরিয়ম বেগম, সাং- টাওড়া (তেলরদীটেক), থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে রুপগঞ্জ থানাধীন গাউছিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২০০০ সালের ০৫ জুলাই বুধবার আনুমানিক রাত ২০০০ ঘটিকার সময় আসামী এবাদুল্লাহ তার ০৮ মাসের অন্তঃসত্ত্বা নিজ স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায় । পরবর্তীতে আসামী আনুমানিক রাত ০৩০০ ঘটিকা থেকে ০৪০০ ঘটিকার মধ্যে তার স্ত্রী লিপি আক্তারকে মারপিট করিয়া ও গলায় কাপড় পেচাইয়া শ্বাসরোধ করে
হত্যা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোঃ নজুম উদ্দিন বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে রুগগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪(০৭)২০০০ ইং, তারিখ-০৫/০৭/২০০০ ইং,দন্ডবিধি ৩০২/২০১/৩৪ এবং দায়রা মামলা নং- ০৬/০৪ । বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত,নারায়ণগঞ্জ বিচার শেষে উক্ত আসামির বিরুদ্ধে আনীত দন্ডবিধি আইন ৩০২/২০১/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে বাদির বড় মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এবাদুল্লাহ (৪৩)’কে মৃত্যুদণ্ড প্রদান করে।
এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে র্যাব-১১ এর আভিযানিক গোয়েন্দা দল কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ ,বৃহস্পতিবার ০৭ র্মাচ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।