নরসিংদী সদর উপজেলার প্রবাস বন্ধু ফোরাম মিটিং নরসিংদী সদর এমআরএসসি- ব্র্যাক অফিসে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” প্রবাস বন্ধু ফোরাম মিটিং অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে আজ ২৫ ফেব্রুয়ারী ২০২৪ রোজ সোমবার বেলা ৩ ঘটিকায় নরসিংদীর এমআরএসসিতে উক্ত সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আনিছুল হোক,সহ সভাপতি জনাব সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব ইফতিশা তাবান্নুম কাশমেরি,সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী, তথ্য ও প্রচার সম্পাদক জনাব শাহরিয়ার পারভেজ জয়, সম্মানিত সদস্য এড.ইকবাল জামান,সদস্য বৃন্দগন হলেন তাসলিমা বেগম মেম্বার,বিউটি বেগম,আয়শা আক্তার নিপাহ,মজিদ মেম্বার,সাইফ হক, শরিফা বেগম মেম্বার ব্র্যাক প্রতিনিধি সহ এলাকার আরও বিভিন্ন স্তরের প্রতিনিধিগন মিটিং উপস্থিত ছিলেন এবং মিটিং তাদের মূল্যবান মতামত ব্যাক্ত করেন।
প্রবাস বন্ধু ফোরাম মিটিং টি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, এমআরএসসি কো-অর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী। তিনি এবং নরসিংদী সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সোহরাব, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা – ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এর সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,সোমবার ২৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।