রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকার জালনোটসহ জিসান হোসেন রিফাত (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের জালনোট ও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এম জে সোহেল জানান, আটক জিসান বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যমের সাহায্যে জাল টাকা তৈরির দক্ষতা অর্জন করেন। এরপর কম সময়ে অল্প পুঁজিতে অধিক অর্থ উপার্জনের উদ্দেশে জাল টাকা প্রস্তুত করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী জাল টাকা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করেন এবং জাল টাকা সরবরাহের জন্য জাল টাকা তৈরি ও সরবরাহকারী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে সংযুক্ত হন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, এ চক্রটি বিভিন্ন গ্রুপে জাল টাকা তৈরির প্রযুক্তি আদান-প্রদান করে এবং জাল টাকা বিক্রির জন্য নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। জিসান একটি মেসেঞ্জার গ্রুপ খুলে জাল নোটগুলো বিক্রয় করতেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে কমেন্ট দেখে তাদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট তৈরি করে অগ্রিম টাকা নিয়ে নিতেন। পরে তাদের সুবিধাজনক স্থানে জাল নোটগুলো সরবরাহ করতেন।
তিনি বলেন, জিসান ঢাকার কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর, ডেমরা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তৈরিকৃত জাল নোট সরবরাহ করতেন। তিনি প্রতি এক লাখ টাকা মূল্যের জাল নোট ১০-১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করতেন।এ পর্যন্ত জিসান বিভিন্ন সময়ে প্রায় দুই কোটি মূল্যমানের জাল নোটের ব্যবসা করেছেন বলে জানা যায়।জাল টাকা তৈরি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার।
ঢাকা,শুক্রবার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।