জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।নিজের অভিনীত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিককে সঙ্গে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে তিনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন। নিচে গাড়ি পার্কিংয়ের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।
সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।
ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতা বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।
১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল আহমেদ রুবেলের। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।
বিনোদন ডেস্ক,বুধবার ০৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।