দিনাজপুর ৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুরে)এ সকাল ৮টা থেকেই ভোট প্রদান শুরু করেছে ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৭ ডিসেম্বর সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ফুলবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে ভোটারদের সরব উপস্থিতি।
দিনাজপুর ৫ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার তার মূল্যবান ভোটটি প্রদান করেন ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে।
পাশাপাশি তার দুই কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাও ভোট প্রদান করেন এই সেন্টারে।
ফুলবাড়ী গোলাম মোস্তফা জিএম উচ্চ বিদ্যালয়ে সেন্টারে ভোট প্রদান করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিভিন্ন সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে চৌকস দৃষ্টি রেখেছে গোয়েন্দা সংস্থার লোকজন।
সব মিলিয়ে সকাল থেকে দিনাজপুর ৫ আসনের ভোট প্রদান এবং ভোটগ্রহণ উৎসব পরিবেশে চলছে এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিমের সঙ্গে কথা বললে তিনি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে, আমাদের টহল চলছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, কেউ কোথাও কোনো নাশকতার চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মীর মোঃ আল কামাহ তমাল জানান ভোটের পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে আসছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, ফুলবাড়ীর মানুষ অত্যন্ত শান্তপ্রিয় এবং ভদ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, এবং উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশা করি শেষ পর্যন্ত ভোট গ্রহণের কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে।
নির্বাচনের বিষয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান
মিল্টন জানান শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এদিকে নতুন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তারাও তাদের এই প্রথম ভোট প্রদান করছেন। উপজেলা প্রশাসন উপজেলায় মনিটরিং সেল খুলেছেন। সেখানে সার্বক্ষনিক সকল ভোট কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,রোববার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।