নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া গ্রামে শ্বাস রুদ্ধ করে পাঁচ মাসের গর্ভবতী এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে।
গত ২৮ তারিখ বৃহস্পতিবার উত্তর চর ভাসানিয়া গ্রামের আবু সিদ্দিকের পুত্র আবু কালাম মিয়ার স্ত্রী আরিফার নিজ ঘরে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ঘাতক স্বামী আবু কালাম(২৩) কে আটক করে।
এ বিষয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, নিহত আরিফা(২০) নরসিংদী জেলার বগারগত গ্রামের জামাল উদ্দিনের মেয়ে স্বামী আবুল কালামের সাথে তার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহের জের লেগেছিলো। আর এ কারণেই ঘটনার দিন তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে পালিয়ে যায়। এবং পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে ২৯ তারিখে তাকে আটক করতে সক্ষম হয়। আবু কালাম এই হত্যার দায় স্বীকার করে এবং নিহত আরিফা পাঁচ মাসের গর্ভবতী ছিল বলে জানায় এ ঘটনায় তার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলা নং ২০।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।