মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জনসভাস্থলে প্রবেশ করেন।প্রধানমন্ত্রী জনসভা স্থলে আসার সঙ্গে সঙ্গেই স্লোগানে মুখোর করে তোলে নেতা-কর্মীরা। স্লোগান আর আনন্দধ্বনিতে ভরে ওঠে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ।
জানা গেছে, প্রথমবারের মতো বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুর জেলার কালকিনিতে এলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পুরো এলাকার মানুষের মাঝে বইছে উৎসব। ব্যানার-ফেস্টুনসহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে জনসভাস্থলসহ সড়ক-পথঘাট। দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অসংখ্য মানুষ এসে হাজির হয়েছেন সভাস্থলে।
সরেজমিনে দেখা গেছে, শনিবার সকাল থেকেই সমাবেশ স্থলে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে নেতা-কর্মী ও সমর্থকরা। নৌকার স্লোগানে নিয়ে নারী-পুরুষের পৃথক মিছিল দেখা যাচ্ছে।
মাদারীপুর,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।