ঝিনাইদহে যথাযথ মর্যাদায় খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালিত হয়েছে। বড়দিন বা খ্রীস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রীস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। ঝিনাইদহ ব্যাপ্টিষ্ট চার্চ- এর আয়োজনে দিনটি উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। আজ সকাল ১১টায় কাঞ্চন নগর মর্ডাণ মোড়ের পাশে অবস্থিত ঝিনাইদহ ব্যাপ্টিষ্ট চার্চের প্রার্থনালয় মিলনায়তনে আলোচনা সভা কেককাটা,শিশুদের মধ্যে চকলেট বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জজ কোর্টের সহকারী জজ জনাব শিল্পী দাস, ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মো:আমিন আল আহসান, ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ সহকারী কমিশনার মেফতাহুল হাসান,ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ জনাব শাহীন উদ্দীন, ঝিনাইদহ ব্যাপ্টিস্ট চার্চ-এর সাধারণ সম্পাদক মিন্টু দাস,পালক তাপস দাস,আর বি টি চার্চের পরিচালক খোকন দাস, সদস্য তপন দাস’সহ আরো অনেকে। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন “ধর্ম যার যার উৎসব সবার”। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ বিধায় সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষেরা তাদের নিজস্ব ধর্ম পালন করতে পারে নির্বিঘ্নে।আজ বড়দিন পালন উপলক্ষে যে সুন্দর আয়োজন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।সকল ধর্মের মানুষ যাতে তাদের নিজ নিজ ধর্ম সুন্দর ভাবে পালন করতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখেন স্থানীয় প্রশাসন।তিনি আরও বলেন- আমরা চাই আপনারা সবাই বাংলাদেশের নাগরিক আর সকল নাগরিকগণ সমান সুযোগ সুবিধা পাক সেই নিশ্চয়তাও প্রশাসন থেকে দেওয়া হয়। তিনি দৃঢ়তার সাথে আরো বলেন-কোনো প্রকার অরাজকতা,কোনো ডেভিল থাকবেনা ঝিনাইদহে ।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,সোমবার ২৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।