বিএনপি লাল কার্ড পেয়ে গেছে। খেলা হবে। বিএনপি নেই, খেলায় নেই। ঢাল-তলোয়ার না থাকা বিএনপি কী নিয়ে অসহযোগ আন্দোলন করবেন, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ থেকে পালাননি, ভোট করছেন, দেশেই আছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো লালকার্ড পেয়ে এখন মাঠের বাইরে। তারা তো ফাইনাল খেলায় নেই, পালিয়েছে। নির্বাচনের পর নাকি সরকার পতন হবে। প্রস্তুত থাকুন সবাই।
বিএনপির অবরোধ, হরতাল, রাজনীতি সবকিছুই ভুয়া উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে মরবে। তাদের স্বাধীনতাবিরোধী ভূমিকা রুখতে হবে। এরা মানুষের নামে দানব। বাংলার মাটিতে এদের পরাস্ত করতে হবে। তাদের বিতাড়িত করতে হবে। ওরা থাকলে দেশে কোনো উন্নয়নই হবে না, গণতন্ত্রও থাকবে না।তিনি স্বতন্ত্রদের নির্বাচন করার বিষয়ে বলেন, এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করার জন্য আমাদের নেত্রী অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করেছেন। সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আরেকবার দরকার, শেখ হাসিনার সরকার।
সিলেট,বুধবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।