মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর। দিবসটি উদ্যাপনের জন্য এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ চত্বরটি গণপূর্তের কয়েক শ’ কর্মীর নিরলস পরিশ্রমে এক নতুন রূপ পেয়েছে। বাহারী ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে নতুন সাজে সাজানো হয়েছে স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা।
মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে সম্পূর্ণরূপে প্রস্তুত সাত স্তম্ভের স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষায় প্রহর গুনছে সবাই।
কাল রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর লাখো মানুষের ঢল সেখানে। এর পর ফুলে ফুলে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদি। এদিকে, ১৬ ডিসেম্বরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এসবের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে গোটা স্মৃতিসৌধ এলাকা। চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
ঢাকা,শুক্রবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।