আরও ১২টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আরও ১২টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও জানানো হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের অনুমতি গণমাধ্যমগুলো হলো- দ্য পিপলস্ নিউজ২৪ ডটকম,দৈনিক এই দিন.কম,দেশের খবর.নেট, স্বাধীন আলো ডট কম,বাংলার স্মৃতি,খুলনাটাইস.কম, তাজা খবর.কম,দৈনিক গিরিদর্পন.কম, নারদবার্তা.কম, একাত্তর বাংলা .কম, নতুন কথা .নিউজ, ডেইলি খবর ২৪.কম।
তথ্যপ্রযুক্তি ডেক্স,বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।