৬ ডিসেম্বর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে মুক্তিবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ অভিযানে পিছু হটে পাক হানাদার বাহিনী। মুক্ত হয় ঝিনাইদহ জেলা।
ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহ কতৃক আয়োজিত ঝিনাইদহ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এস এম রফিকুল ইসলাম জেলা প্রশাসক ঝিনাইদহ।উপস্থিত ছিলেন জেলার এডিসি জেনারেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সম্মানীয় কর্মকর্তাগন। দক্ষ ও বিচক্ষণ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠানের সৌন্দর্যের মাত্রা আরো একধাপ বাড়িয়ে দিয়েছে। দর্শক গ্যালারি কানায় কানায় ছিলো পূর্ণ ।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পাপন চেীধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।