সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। বাসটির চালকের ধারণা, যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) ইতিহাস পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস ঢাকায় যাওয়ার উদ্দেশে চন্দ্রা থেকে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশে অবরোধ সমর্থকরা বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাসে কেউ যাত্রীবেশে আগুন লাগিয়েছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঢাকা,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।