ব্যান্ড বাজিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন তার ভাই সিআইপি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপ-মহাদেশের প্রখ্যাত চিকিৎসক মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়ার পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এড্য.ড.শামিম আল সাইফুল সোহাগ, কুয়াকাটা আওয়ামীললীগের সভাপতি আ: বারেক মোল্লা, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, রাঙ্গাবালী উপজেলার আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন।
এছাড়া কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর থানা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিলের সময় অনেকটা উচ্ছ্বসিত ছিলো নেতাকর্মীরা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মনোনয়ন পত্র দাখিল শেষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব সাংবাদিকদের বলেন, সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এই এলাকায়। তাই পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে তিন লক্ষ ভোটার বঙ্গোবন্ধু কন্যাকে নৌকা মার্কায় ভোট দিয়ে কৃতজ্ঞা প্রকাশ করার আপেক্ষায় রয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।