রাজধানীর যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে দুর্বৃত্তরা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বলে সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পোস্তগোল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা ,রোববার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।