রক্তচোষা প্রাণীদের মধ্যে অন্যতম ছারপোকা। উষ্ণ রক্তবিশিষ্ট এমন প্রাণীদের রক্ত খেয়ে এরা বেঁচে থাকে। বাড়িতে এ পোকার আনাগোনা বেড়ে গেলে রাতের প্রশান্তির ঘুম চিরতরে বিদায় নেয়। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে করণীয় কী জানেন?বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই বেশি সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। মশার মতো ছোট্ট কামড় বসিয়ে এরা স্থান ত্যাগ করে।
পোকাটি বিছানা, মশারি, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনেও এদের দেখা মেলে। শুধু রাতে নয়, দিনের বেলায়ও কামড়ায় এ পোকা।
বাড়ি থেকে দ্রুত এ পোকার যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টিপস মেনে চলতে পারেন। এই টিপস কাজে লাগিয়ে সহজেই ঘর থেকে তাড়ানো যায় ছারপোকা।
১। ন্যাপথলিন: ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকরী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দুবার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিন। দেখবেন, ঘরে ছারপোকার উৎপাত বন্ধ হতে শুরু করেছে।
২। কেরোসিনের প্রলেপ: ছারপোকা তাড়াতে নিয়মিত আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।
৩। ঘর পরিষ্কার করুন: সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ছারপোকা ১১৩ ডিগ্রি তাপমাত্রায় মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।
৪। স্প্রে করুন: ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দু-তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
৫। আসবাবপত্র ও লেপ-তোশক: আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে ছারপোকা মারা যায়।
৬। অ্যালকোহল: আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকাপ্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন। দেখবেন ছারপোকা মরে যাবে।
৭। বিছানা দেয়াল থেকে দূরে: ছারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
৮। নিমপাতা: পরিষ্কার বিছানা, সোফা কিংবা যেখানে ছারপোকার উপদ্রব বেশি সেখানে নিমপাতা কুচি ছিটিয়ে রাখতে পারেন। এসব উপায় মেনে চললে ঘরে কখনোই ছারপোকার উপদ্রব দেখা দেবে না। আর যদি ছারপোকা থাকে তবে সে পোকা দৌড়ে পালাবে।
লাইফস্টাইল ডেস্ক,শনিবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।